ভর্তির নির্দেশিকা:
অনলাইন ভর্তির ফরমটি পূরণ করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করতে হবে:
১। আপনি যে কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সটি সেলেক্ট করুন।
২। নাম, পিতার নাম ও মাতার নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে।
৩। সার্টিফিকেট অথবা জম্মনিবন্ধন অনুযায়ী জম্ম তারিখ লিখতে হবে।
৪। স্থায়ী ঠিকান লিখতে হবে। (অপশনাল)
৫। আবশ্যই মোবাইল নম্বর লিখতে হবে।
৬। ইমেল ঠিকানা ( যদি থাকে)
৭। পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। ( সমস্যা হলে পরবর্তীতে অফিসে এসে জমা দিলেও হবে)
৮। শিক্ষাগত যোগ্যতা সেলেক্ট করতে হবে। ( পরবর্তীতে অফিসে এসে সার্টিফিকিটের ফটোকপি জমা দিতে হবে)
৯। ভর্তির টাকা বিকাশ, ব্যাংক একাউন্টে জমা দিতে হবে।
ক) বিকাশে জমা দিতে চাইলে ০১৮১৭-৭২৩৪২৬ (পার্সোনাল) নম্বারে জমা দিতে হবে।
খ) ব্যাংকে জমা দিতে চাইলে – Bangladesh Commerce Bank LTD. একাউন্ট নাম- HDS Institute, একাউন্ট নম্বর- ০৩০৩২০০০০০০৪৫, ব্রাঞ্চ- মুরাদপুর, চট্টগ্রাম এ জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার রশিদ আপলোড করে দিতে হবে। এছাড়া- ০১৮২৬৬৬৬১৮৮ নম্বরে ফোন দিয়ে নিশ্চিত হোন। (ভর্তির সকল টাকা একসাথে পরিশোধ করলে ১০% ছাড় পাবেন, অথবা ৩ কিস্তিতে জমা দিতে পারবেন)
১০। টাকার পরিমান উল্লেখ করতে হবে।
১১। আপনার পছন্দমত যে কোন দুটি সংখ্যা লিখুন।
অনলাইনে ভর্তির পর অফিসে যা জমা দিতে হবে:
১। ইনস্টিটিউটের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।
২। সদ্য তোলা ২ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি।
৩। সত্যায়িত জাতীয় পরিচয় পত্র/ জন্মনিবন্ধনের ফটোকপি
৪। একাডেমিক শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
Become a Student
নুন্যতম SSC/ সমমান যোগ্যতা সম্পন্ন যে কেউ HDS Medical and Technical Institute এর ছাত্র/ছাত্রী হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
Become a Teacher
বিভিন্ন কোর্স Related ডিগ্রিধারী অভিজ্ঞ ব্যক্তিগণ প্রশিক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানই চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
Ready to get started?
Get in touch, or fill out an Admission Form.